-->
ফেরা হল না আর

ফেরা হল না আর



-জান, কতক্ষন ধরে অপেক্ষা করছি?", ওয়াশিম একটু বিরক্ত হয়ে বললো ৷ কিন্তু ও যতয় বিরক্ত হোক না কেন নেহাকে একবার সামনে দেখলেই তার সমস্ত অভিমান কোথায় যেন হারিয়ে যায় ।সে দিন পার্কে এক ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও ও আবার সব ভুলে গেল ৷ ভুলবে না কেন? নেহা যে তার স্বপ্নের নীল পরি। নীল পরিকে দেখলে কেউ কি রেগে থাকতে পারে ?
নেহা যেন হালকা একটা নিস্পাপ হাসি দিয়ে ওয়াশিম কে জিড়েয় ধরে বললো," সারি!!! আমাকে ক্ষমা করে দাও, আর এমন করবো না ।
ওয়াশিমঃঅাগে বল কেন দেরি হল ?
নেহাঃ আর বলনা, আমার মাকে নিয়ে পারা মুশিকল ৷
ওয়াশিঃ কেন? তোমার মা আবার কি বললো ৷
নেহাঃ চলো, আগে কোথাও বসি তারপর সব বলছি ৷
ওরা দুজনেই পার্কের এক চেয়ারে বসলো l এটা ওদের সবচেয়ে প্রিয় জায়গা ৷ জায়গা টা প্রিয় হবে না কেন? ওয়াশিম এখানেই প্রথম I Love You বলেছিল ৷ ওয়াশিম নেহাকে প্রপোজ করেছিল ৷
ওয়াশিম সে দিন গোলাপ দিয়ে Neel Down হয়ে নেহাকে প্রপোজ করেছিল । হ্যাঁ, সে দিন নেহা হ্যাঁ ছাড়া না বলতে পারেনি ৷ এই পার্ক থেকেয় তাদের এই যাত্রা শুরু হয় ৷
ওয়াশিমঃ এবার বল ব্যাপারটা কি ?
নেহাঃ আর বলনা, বাড়ি থেকে বেরুব এমন সময় আমার এক দুর সম্পর্কের মাসি বাড়িতে হাজির I
_তারপর ?
_তারপর আবার কি, বিয়ের প্রস্তাব ৷
ওয়াশিমের মুখখানা যেন লাল হয়ে গেল ," তারপর কি হল ?"
-তারপর আবার কি হবে, মা হ্যাঁ বলে ফেললো ৷
ওয়াশিম অবাক হয়ে গেল,_ কি? তোমার মা হ্যাঁ বলে ফেললো ৷ বাহ্: খুব ভালো ৷
নেহাঃ তুমি চাপ নিয়োনা জান্ ৷ আমি তো আছি ৷
-তুমি কি করবে শুনি?
-আরে মা শুধু ছেলে টাকে দেখবে বলে হ্যাঁ করেছে ৷ তাছাড়া আমি আজকে তোমার আর আমার ব্যাপার টা সব বলবো ।
ওয়াশিমঃ বাহ্ !!! খুব ভালো । তোমার মা তোমাকে আদর করে বলবে, "আমার সোনামুনি টা প্রেমে পড়েছে"৷
নেহাঃ আমি জানি মা আমাকে কিছু বলবে না ৷ মা আমাকে ভিষন ভালোবাসে ৷

পাশাপাশি বসে কতই না কথা হল তাদের ৷ তাদের কথা কি ফুরোয় না ? প্রেমের ভাষাটাই ঠিক এই রকম I যত কথা বল ততই কথা ফুরোই না ৷ ততই ভালোবাসা বাড়ে ।



সেদিন রাত্রে ওয়াশিম কতই না উৎসাহে ছিল, নেহা ওয়াশিমের ব্যাপারে ওর মা কে জানাবে ।ওয়াশিম কতই না খুশি হচ্ছে, কিন্তু ভাগ্য তার খেলা খেলতে ভুলে যায়না ।
সে দিন রাত্রে কোনো খবর এল না ৷
ওয়াশিম হাজার বার চেষ্টা করলেও নেহাকে ফোনে পায় নি ৷

সকালে ঘুম থেকে উঠতেই ওয়াশিম দৌড় দেয় বিনয়বাবুর চা-এর দোকানে ৷
চা খেতে নয়, রোজকার মতন আজকেও নেহার Tution যাবার অপেক্ষা করতে ৷
কিন্তু কোনো খবর নেই ।
ওয়াশিমের বুঝতে দেরি হল না যে, ওর নেহা সমস্যায় পড়েছে ৷বড়মাপের সমস্যা ৷

নেহা এখন ঘরে বন্ধ ৷ ওর মা মোবাইল কেড়ে নিয়েছে ৷ ওকে আর বাইরে বেরুতে দেওয়া হবেনা ৷

সেই দিন টা ছিল ওয়াশিমের চরম দিন । সারাদিন বিছানায় পড়ে শুধু নেহার কথায় ভাবছে৷ কখন বেলা গিয়ে সন্ধে হয়েছে, ও টের পাইনি'৷
"খাবারটা এখন খাস্ নি ?", ওয়াশিমের মা হটাৎ পেছন থেকে ডাক দেয়।
ওয়াশিম যেন চমকে উঠলো ৷
-খাচ্ছি মা ।
ওর মা সব বুঝতে পেরেছে, তুবত্ত আবার ওয়াশিমকে জিজ্ঞেস করে, " কি হয়েছে বাবা ?"
_ কই কিছু হয় নি তো ৷
_ খাবার টা খাস নি কেন ? দুপুরের খাবার এখনও খাসনি ৷
_খাচ্ছি মা ।

_ঝগড়া করেছিস বুঝি ।
ওয়াশিম চমকে তার মা কে জিজ্ঞেস করলো," মা তোমাকে কে বলেছে" ।
_পাগল ভুলে যাস না যে আমি তোর মা ৷
_ মা..... ওয়াশিম তার মা কে জাড়িয়ে ধরে কাঁদ তে শুরু করে ৷ কাঁদো কাঁদো স্বরে তার মা কে বললো," নেহা কে তার মা বেরুতে দেয় না" I
-আরে পাগল তা বলে কি কান্না করতে হবে ? তুই চিন্তা করিস না আমি তোর বাবাকে আজকে জানাবো ," চল কিছু খেয়ে নিবি" ৷


পারের দিন সকালে কলিং বেল শুনে দরজা খুলতেই ওয়াশিম অবাক হয়, এ কি নেহা, তুমি?
নেহা ওয়াশিম কে জড়িয়ে ধরে ছোটো বাচ্চার মতন কাঁন্না শুরু করে ৷
- নেহা, এ কি তোমার হাতে এটা কিসের ব্যন্ডেজ ৷
_ আমাকে ওখানে ভালো লাগছেনা....নেহা সব খুলে বললো, তার হাত কেটেSuicide করার চেষ্টা থেকে শুরু করে ও কি ভাবে পালিয়ে এল সব ।
-তুমি কান্না থামাও, এস অামার সাথে ", ওয়াশিম নেহা কে তার ঘরে নিয়ে গেল ৷
 

Bag প্যাকিং করতে বেশি সময় লাগে নি তাদের ৷ সেই দিন তারা সামসি ষ্টেশন ছাড়ে , এখনও ফিরে আসে নি ৷



0 Response to "ফেরা হল না আর"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel