-->
কি আজব ভালোবাসা

কি আজব ভালোবাসা

 Dear সায়রা 

সেদিন আমার  খুব রাগ হয়েছিল , ঐযে বারবার তোর লক্স গুলো  তোর হালকা মোলায়েম গালগুলো কে  ছুয়ে যাচ্ছিলো ।  বাসের খোলা জানালার  পাশে হালকা মৃদু হাওয়াই উড়ে যাওয়া সেই সামান্য কয়টা চুল তোর ঠোঁটের কোনায় চুমু খাচ্ছিলো সেটা আমার মোটেই বরদাস্ত হয় নি। সেদিন আমি আর সেই সামান্য চুল হতে পারলাম না।  নইলে আমারও দিব্বি  জুটে  যেত তোর ঠোঁটের কোনে   চুমু খাওয়া। ......

             সেদিন আর বলাও হলো না  যে তুই  কত সুন্দর লাগছিলি । এটাও বলা হলো না যে  তোর হাসিটা আজ এক অন্য মানের  মনে হচ্ছে। সেদিন আর এটাও বলা হলো না যে  তোকে না বলে আর পারছিনা , :আমি তোকে কতটা ভালোবাসি:। 
              সেদিন একটা ভয়ও ছিল , আজকেই লাস্ট এক্সাম আর একসাথে বাসে করে যাওয়া জুটবেনা। আর একসাথে হাসতে  পাবো না,আর তোর চুলগুলো দেখে বলতে পাবো না যে চুলগুলো এখনো ভেজা।আর তুই ও হালকা হেসে বলবি না যে চুলটিকে শুকানোর সময় পাইনি।

                 আর বলবিনা যে আজকে কি  করবো রে, আর তোর সেই চিন্তিত চোখের সুইট চেহারাটা দেখে আর আমার বলা জুটবে না যে ,"চিন্তা নেই আজকেও তোর পরীক্ষা  ভালো হবে না ". সারা রাস্তা চিন্তা করতে করতে যাওয়া  তোর  নিষ্পাপ চেহারাটা আর  দেখা পাবনা রে। 


     একটা কথা আর বার বার ভাবতে হবে না আমায় যে "আজকে বলেই ফেলবো "


তবুও বলা হলো না.

0 Response to "কি আজব ভালোবাসা "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel